নোয়াখালী সদর উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক মোট ২৫টি ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদানের গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদেরকে যুগোপযোগী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যেই এই ল্যাবগুলো স্থাপিত হয়েছে। এই ল্যাবসমূহের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে কিনা এবং ল্যাবসমূহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কিনা এই লক্ষ্যে প্রতি মাসেই উপজেলার সহকারী প্রোগ্রামার কর্তৃক ল্যাবসমূহ পরিদর্শিত হয়ে থাকে। পরিদর্শনকালে উপজেলা আইসিটি কর্মকর্তা শিক্ষার্থীদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জ্ঞানগর্ভ উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে উদ্বুদ্ধ করে থাকেন। এর পাশাপাশি ল্যাবের নিরাপত্তা ঠিকভাবে রক্ষিত হচ্ছে কিনা, সকল সরঞ্জামাদি সচল রয়েছে কিনা এবং সকল কার্যপদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা, এসকল বিষয়সমূহও তিনি তদারকি করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস